রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল ২৯শে মে দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরের জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা কার্যালয়সমূহে কর্মরত ১০ম থেকে ১৬তম গ্রেড এবং ১৭তম থেকে ২০৩ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন ।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুফিয়া আক্তার ইমা, বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ ওহাব সরদার ও জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা প্রহরী তোফাজ্জেল মন্ডল।
অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণসহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com