বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল ৩০শে মে বিকালে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন বক্তব্য রাখেন।
বক্তব্যের পূর্বে সাংবাদিকরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বলেন, বালিয়াকান্দি উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি নতুন। আমার কাজে ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা সংবাদ প্রকাশ করার আগে আমাকে সতর্ক করে দিবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু, গোলাম মোস্তফা ও অনিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com