পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২০-১০-১৩ ১৫:০৫:৫৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র উদ্যোগে গতকাল ১৩ই অক্টোবর “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় র‌্যালী ও র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com