রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৩১শে মে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ধুমপান ও তামাক মানুষকে নীরবে মৃত্যুর দিকে নিয়ে যায়। তামাক ও তামাকজাত পণ্য ব্যবহারে ফুসফুস ও মুখগহ্বরসহ শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সার, এজমা, হার্ট এ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এবং নানাবিধ জটিল ও প্রাণঘাতী অসংক্রামক রোগ দেখা দেয়।
সভায় সমন্বিত প্রচেষ্টায় সরকারের তামাক নির্মূল কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়। একই সাথে তামাকের ক্ষতিকর বিষয়ে শিশু-কিশোরসহ সর্ব সাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মোঃ রাকিব হাসান, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসের ইন্সট্রাক্টর মোসাদ্দেকুর রহমান, বিএডিসির সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান শহরের দৃশ্যমান স্থানে তামাক বিরোধী প্লাকার্ড ও ফেস্টুন স্থাপন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com