রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১লা জুন সকাল সাড়ে ৮টার বিশেষ অভিযান চালিয়ে ৬শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা আশরাফুল হক (৪০)কে গ্রেফতার করেছে।
ধৃত আশরাফুল হক পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের গুধিবাড়ী গ্রামের মোঃ হাসান আলী মোল্লার ছেলে। পাংশা পুরতন বাজারের জাহানারা ট্রেডার্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এছাড়া গত ৩১শে মে রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার ১জন আসামীকে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) সহ সঙ্গীয় পুলিশ পাংশা পুরাতন বাজারের জাহানারা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রেতা মোঃ আশরাফুল হককে আটক করে তার নিকট থাকা কালো রঙের সাইড ব্যাগ তল্লাশি করে ১লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আশরাফুল হকের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com