র‌্যাবের অভিযানে বালিয়াকান্দিতে ৮৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

তনু সিকদার সবুজ || ২০২৪-০৬-০১ ১৪:৪৯:২৫

image

বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়। 

 গতকাল ১লা জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় করেছে র‌্যাব-১০।

 গ্রেফতারকৃত হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মিরাজুল ইসলাম(২৪), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা চারতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আবু সাইদ আব্দুল্লাহ(৪৪) ও একই উপজেলার মাইল বাড়িয়া ঢাকাপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোঃ খোকন মিয়া(৪২)।

 র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৩১শে মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ফরিদপুরের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৪ বোতল ফেনসিডিল (আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা) সহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটর সাইকেল ও নগদ ৭৩০ টাকা জব্দ করা হয়। 

 র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com