রাজবাড়ী জেলা রোভারের উদ্যোগে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৬-০৩ ০৫:৩৫:২৬

image

 রাজবাড়ী জেলা রোভারের উদ্যোগে গতকাল ২রা জুন জেলা স্কাউটস ভবনে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আবু কায়সার খান বক্তব্য রাখেন।

 রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের কমিশনার প্রফেসর একেএম ইকরামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রোভারের সহ-সভাপতি(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক সহ জেলা রোভার ও স্কাউটসের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com