ফরিদপুরে জুট মিল মালিকদের ৪টি সংগঠনের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-১৩ ১৫:১৬:০৩

image

কাঁচা পাট ও পাটজাত পণ্যের বাজায় নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে জুট মিল মালিকদের ৪টি সংগঠনের (বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট এসোসিয়েশন এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্ট এসোসিয়েশন) আয়োজনে গত ১২ই অক্টোবর সকালে ফরিদপুর সার্কিট হাউজের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
  যশোর-১ আসনের সংসদ সদস্য আফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের (বিজেএমএ) চেয়ারম্যান ও সোনালী আঁশ জুট মিলস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালকব মাহবুবুর রহমান পাটোয়ারী, আকিজ জুট মিলস লিঃ-এর চেয়ারম্যান নাসির উদ্দিন, বাংলাদেশ জুট এসোসিয়েশনের(বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্ট এসোসিয়েশনের (বিজেজিইএ) সভাপতি  শেখ সোহেল এবং রাজবাড়ীর গোল্ডেশিয়া জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীসহ সারা দেশের বিভিন্ন জুট মিলের মালিকগণ উপস্থিত ছিলেন। 
  সভায় পাটের বাজার দর স্থিতিশীল রাখা এবং অতিরিক্ত মজুদকারীদের হাত থেকে খোলাবাজারে পাট বিক্রয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপসহ কাঁচা পাট ও পাটজাত পণ্যের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com