রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল-সেক্রেটারী পাভেল

সুজন কুমার বিষ্ণু || ২০২৪-০৬-০৫ ০৫:৩৩:২৯

image

রাজবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ৪ঠা জুন বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

 জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। প্রথম পর্বে আগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। 

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম বক্তব্য রাখেন। 

 বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন ও ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্মেলন উপস্থাপনা করেন রাজবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব জহির রাজ।

 সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এতে ৪৫ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

 ভোটে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করে। এতে ২৩ ভোট পেয়ে সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া সভাপতি নির্বাচিত হয়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক চৌধুরী মাহবুব হোসেন দুলাল ২১ ভোট পান।

 এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৩ ভোট পেয়ে মোঃ হাসমত আলী খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর লায়েক আলী খান পান ২১ ভোট। 

 অপরদিকে সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৯ ভোট পেয়ে এম.এ খালেদ পাভেল নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির রাজ পান ১৪ ভোট। তবে একটি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়।

 সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে ২জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ২৩ ভোট পেয়ে আঃ রব সিনিয়র যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন ১৯ ভোট পায়। তবে দুইটি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়।

 সাংগঠনিক সম্পাদক পদে ৩জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে ২৬ ভোট পেয়ে আকমল চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সহিদুজ্জামান ১১ ভোট ও সাকিব ৬ ভোট পায়। তবে একটি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়।

 ভোট গণণা শেষে জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীসহ সকলকে অভিনন্দন জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com