রাজবাড়ী জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মীর সামসুজ্জামান || ২০২৪-০৬-০৫ ০৫:৩৪:১৭

image

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে গতকাল ৪ঠা জুন সকালে পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন ও মহাসড়কে বৃক্ষরোপণ শুরু হয়েছে। 

 এ বৃক্ষরোপণ উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।

 এ সময় রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বলেন, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের সময় এই গাছ গুলো পথচারী ও জনসাধারণকে তাপদাহ থেকে কিছুটা পরিত্রাণ পেতে সাহায্য করবে। তাছাড়া গ্রীস্মকালে ‘কৃষ্ণচূড়া, কাঞ্চন ও পলাশ’ ফুলে ফুলে পুরো রাস্তাটা সুশোভিত থাকবে যেটি মানুষকে তাপদাহের মাঝে তৃপ্তি দিবে। রাজবাড়ীর বিভিন্ন সংস্থা ও সংগঠনগুলোকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার জন্য পুলিশ সুপার আহবান জানান।

 বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com