বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই জুন সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। আগে নিজের বাড়ী ও আশ পাশ পরিছন্ন রাখতে হবে। কারণ আমাদের চারপাশ নিয়েই আমাদের পরিবেশ। তাই আসুন আমাদের যার যার জায়গা থেকে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com