পাংশা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৪-০৬-০৫ ১৬:৪০:৪২

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই জুন “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। 

 এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, পাংশা উপজেলা বন কর্মকর্তা মোঃ আজিজুল হক ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।

 সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী পরিবেশ রক্ষা, জীব বৈচিত্র রক্ষা, বৃক্ষ রোপণ, জলাধার সংরক্ষণ ও জলাধার দূষণ রোধের গুরুত্বারোপ করেন। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ করে বেশি করে বনায়ন সৃষ্টির আহবান জানান তিনি।

 আলোচনা সভায় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com