গোয়ালন্দ উপজেলার সেরা কৃষক হুমায়ুন আহম্মেদ

মইনুল হক মৃধা || ২০২৪-০৬-০৫ ১৬:৪৩:৩৫

image

গোয়ালন্দে উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শনী ও কৃষিতে বিশেষ অবদান রাখায় উপজেলার সেরা হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা কৃষক মোঃ হুমায়ুন আহম্মেদ। 

 তিনি গোয়ালন্দ বাজারে প্রতিষ্ঠিত আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও উপজেলার দৌলতদিয়া ইউপির তোরাপ সেকের পাড়া গ্রামের বাসিন্দা। পূর্বেও তিনি জেলা পর্যায়ে কৃষিতে পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন।

 অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর হাত থেকে সেরা কৃষকের সম্মাননা পত্র গ্রহণ করেছেন কৃষক মোঃ হুমায়ুন আহম্মেদ।

 জানা গেছে, গোয়ালন্দে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি উন্নয়ন মেলার শেষ দিন গতকাল ৫ই জুন ৯টি স্টলের মধ্যে উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শনী ও কৃষিতে বিশেষ অবদান রাখায় তিনি উপজেলার মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন।

 হুমায়ুন আহম্মেদ বলেন, তিনি বিগত দিনে কৃষিতে রাজবাড়ী জেলা ও উপজেলার সেরা কৃষকের সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক পেয়েছেন। 

 তিনি বলেন, নতুন নতুন ফসল উৎপাদনের কারণে এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় এবারও ৩দিনের কৃষি মেলায় উপজেলায় সেরা কৃষক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

 হুমায়ুন আহম্মেদ কন্দাল ফসল হিসাবে পানি কচু, গাছ আলু, পানি কচু বারি-৫, গুলকচু, করলা, চিচিঙ্গা, শসা, ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। 

 গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান জানান, গোয়ালন্দ উপজেলায় হুমায়ুন একজন আধুনিক ও তরণ কৃষক। তিনি সারা বছরই বিভিন্ন ধরনের সবজি ও ফসল উৎপাদন করেন। উপজেলা কৃষি অফিস থেকে আমরা সবসময় তাকে সার্বিক সহযোগিতা করে থাকি। গোয়ালন্দে এবারও তিনদিনের কৃষি মেলায় তাকে সেরা সম্মাননা পত্র তুলে দেয়া হয়।

 উল্লেখ্য, গত ৩রা জুন সকালে গোয়ালন্দ উপজেলা চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩দিনের কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com