রাজবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ

মাহফুজুর রহমান || ২০২৪-০৬-০৬ ১৭:৪৮:৩২

image

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর জেলা পর্যায়ের পুরস্কার প্রদান করা হয়েছে। জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪জন শিক্ষার্থী এ পুরস্কার গ্রহণ করেন। 

 রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

 জানা গেছে, বঙ্গবন্ধু সৃজনশীল মৃধা অন্বেষণ প্রতিযোগিতায়-২০২৪ এ ৩টি গ্রুপে ১৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ‘ক’ গ্রুপে ভাষা ও সাহিত্যে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর তাসবী সুবহা, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞানে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর আয়েশা সিদ্দিকা, গণিত ও কম্পিউটারে গোয়ালন্দ নাজির উদ্দিন উচ্চ পাইলট সরকারি বিদ্যালয়ে ৮ম শ্রেণীর মোঃ খালিদ হাসান, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের৮ম শ্রেণীর আহসান হাবীব ও বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদা সম্পন্ন) পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৭ম শ্রেণীর মিথিলা আক্তার মিম পুরস্কার স্বরুপ সম্মাননা পত্র গ্রহণ করেছেন। 

এছাড়া  ‘খ’ গ্রুপে ভাষা ও সাহিত্যে বালিয়াকান্দির নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশনের ১০ শ্রেণীর জিতেশ কুমার আগরওয়ালা, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞানে পাংশার এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ১০ম শ্রেণীর ফাহমিদা আনজুম ইরা, গণিত ও কম্পিউটারে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মোঃ সুলতানুল আরেফিন, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে নলিয়া শ্যামামোহন ইনষ্টিটিউশনের ৯ম শ্রেণীর তন্ময় কুন্ডু সূর্য ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদা সম্পন্ন) রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর আর্জিনা খাতুন পুরস্কার স্বরুপ সম্মাননা পত্র গ্রহণ করেছেন। ‘গ’ ভাষা ও সাহিত্যে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর নাফিসা মমতাজ প্রভা, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞানে বালিয়াকান্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শেখ সামি, গণিত ও কম্পিউটারে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মাইশা অথই, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শাওনদীপ পাল পুরস্কার স্বরূপ সম্মাননা পত্র গ্রহণ করেন।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com