রাজবাড়ীতে দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-১৩ ১৫:১৭:৩১

image

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও ৫টি উপজেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
  সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত তার বক্তব্যে পূজা মন্ডপগুলোর নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ পূজা উদযাপনে কেন্দ্রীয় নির্দেশনাসমূহ সম্পর্কে আলোচনা করেন। 
  সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) বলেন, এবারের পূজাতে অন্যান্য বছরের ন্যায় পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ ও আনসার মোতায়েন থাকবে না। তবে ১ঘন্টা পর পর মন্দিরগুলোতে টহলের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে পুলিশের জরুরী সেবার ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নেয়া যাবে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com