গোয়ালন্দে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৬-০৭ ১৬:৩৭:৫৯

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্টের দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 গত ৬ই জুন দুপুরে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে দুইদিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

 টুর্নামেন্টে দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ে মোট ১৩টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। 

 সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক পর্যায়ের প্রথম ফাইনাল খেলায় কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য সমতা থাকায় টাইব্রেকারে কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 

 দুপুর ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা পর্যায়ের ফাইনাল খেলায় বড় সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম চর কর্ণেশনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। 

 ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য সমতা থাকায় পরবর্তীতে টাইব্রেকারে বড় সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬-৫ গোলে চর কর্ণেশনা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম প্রমুখসহ অংশগ্রহণকৃত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথি মোস্তফা মুন্সী বলেন, যার নামে আজ খেলা অনুষ্ঠিত হচ্ছে তার নাম হয়ত তোমরা জানো, তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতোনা। তাদের নামেই সারা বাংলাদেশে একযোগে এক খেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ গোয়ালন্দেও এ খেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই তোমরা পরবর্তীতে খেলাধুলা করে জাতীয় পর্যায়ে সেরা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করো। তোমাদের জন্য দোয়া রইল।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com