আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে গতকাল ৭ই জুন বিকাল সাড়ে ৩টায় বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে অস্থায়ী কোরবানীর পশুর হাটের উদ্বোধন করেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ।
এ সময় সিংগা নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজাহার খান, সাধারণ সম্পাদক সুমন শেখ, দাদশী ইউনিয়নের স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ ফরিদসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, অস্থায়ী পশুর হাটটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসবে। এছাড়াও ঈদের আগের দিন বিশেষ হাটের ব্যবস্থা থাকবে। খুব স্বল্প খাজনায় ক্রেতারা তাদের পছন্দের পশুটি এই অস্থায়ী হাট থেকে ক্রয় করতে পারবেন।
দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ বলেন, সিংগা নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এই অস্থায়ী পশুর হাটটি উদ্বোধন করা হয়েছে। গত বছরও এখানে পশুর হাট বসানো হয়েছিলো। তখন ভালো সাড়া পেয়েছিলা। বিপুল সংখ্যক গরু ও ছাগল বিক্রি হয়েছিলো। তারই ধারাবাহিকতায় আমরা এ বছরও সংসদ সদস্যর সাথে আলোচনা করে হাটটি চালু করেছি। আমাদের চিন্তা ভাবনা আছে ঈদের পরেও আমরা হাটটি প্রতি সপ্তাহে চালু করার।
তিনি আরও বলেন, আমাদের এই হাটের খাজনা অনেক কম। একজন ক্রেতা তার সামর্থ্যর মধ্যে খাজনা দিয়ে তার পছন্দের পশুটি কিনতে পারবে। ঈদের আগে প্রতি শুক্রবার ও মঙ্গলবার হাট বসবে। এছাড়াও ঈদের আগের দিন বিশেষ হাটের ব্যবস্থা থাকবে। আমি আশা করছি এই হাটে ক্রেতা ও বিক্রেতার উভয়ের ভালো সমাগম ঘটবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com