রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ছাত্রীদের শপথ

রফিকুল ইসলাম/সুজন কুমার বিষ্ণু || ২০২৪-০৬-০৭ ১৬:৪১:২১

image

 “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো/একুশ পার হয়ে” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

 গত ৬ই জুন দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” উদ্ভাবনী উদ্যোগের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

 অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস ও বিদ্যালয়টির ৮ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার তহমিদা খানম। এ সময় স্কুলের শিক্ষকমন্ডলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এখানে যেসব ছাত্রী আছে তারা কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, কেউ ডক্টর হবে, এক একজন এক একটি অবস্থানে যাবে। তাই আমাদেরকে বেশি বেশি লেখাপড়া করতে হবে। কিন্তু এর ভেতর যদি কারোর বিয়ে হয়ে যাই তাহলে কি এসব হওয়া সম্ভব হবে? একদমই সম্ভব হবে না। এজন্য আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। অন্যকে সচেতন করতে হবে, নিজেকে সচেতন হতে হবে।

 তিনি আরও বলেন, মেয়ের বয়স ১৮ ও ছেলের বয়স ২১ হলে বিবাহ করার জন্য শারিরীক এবং মানসিকভাবে বিবাহের উপযুক্ত হয়। এই বয়সে একটি মেয়ে ও একটি ছেলে পরিবারের দায়িত্ব নিতে পারে। একটি মেয়ের ১৮ বছর বয়সের আগে যদি সন্তান ধারণ করে তাহলে সেই মেয়েটির শারীরিক অবস্থা ভালো থাকে না, যে সন্তান হয় তারও শারীরিক অবস্থা ভালো থাকে না। এজন্য প্রতিটি পরিবারের উচিত ১৮ বছরের পর মেয়ে ও ২১বছরের পর ছেলেকে বিবাহ দেওয়া। আমাদের আশে পাশে যদি দেখি বাল্য বিবাহ হচ্ছে বা করতে যাচ্ছে তাহলে ৯৯৯ ও ৩৩৩ এবং ১০৯ নম্বরে খবর দিবো। এই নম্বরে কল দিলে কোন টাকা কাটবে না। এটা আমাদের সবারই দায়িত্ব।

 এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উপস্থিত ছাত্রীদের বাল্যবিবাহ বিরোধী শপথ পাঠ করান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com