বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে গতকাল ৮ই জুন দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মমিনুর রহমান, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক এডঃ সুলাইমান হোসাইন, সমবায় বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান, ঢাকা মহানগরের আহবায়ক হাজী কামাল হোসেন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দিপু ও জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী ও যুগ্ম-আহ্বায়ক শাহ মোঃ আলমগীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক এডঃ শাহরিয়ার জামান রাজীব।
সভার শুরুতে জেলা বিএনপি ও কৃষক দলসহ সকল সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের শ্রদ্ধাভরে নাম ধরে স্মরণ ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়ান কেন্দ্রীয় নেতাকর্মীরা।
সভায় কৃষক দলের যে সমস্ত নেতাকর্মী বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com