পাংশা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ শুরু

মোক্তার হোসেন || ২০২৪-০৬-০৮ ১৮:১২:৩৬

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৮ই জুন “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে।
 সকাল ১১টায় পাংশা উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ (৮-১৪ জুন) কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
 জানা যায়, ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে ব্যানার ও ফেস্টুন সহকারে র‌্যালী, আলোচনা সভা, ভূমিসেবা বুথে আগত সেবা গ্রহীতাদের তাৎক্ষণিক সেবা প্রদান প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয়।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মোখলেসুর রহমান ও যশাই ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আক্কাস আলী বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুদর্শন সাহা।
 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রদত্ত ভূমিহীন ও গৃহহীন লোকজনের মাঝে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়।
 ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com