গোয়ালন্দে জাতীয় মহাসড়কের ভিডাইডার ভেঙে উল্টে গেল বেপরোয়া গতির ট্রাক

মইনুল হক মৃধা || ২০২৪-০৬-০৮ ১৮:১৫:৪১

image

গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় গতকাল শনিবার ভোর রাতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ডিভাইডারের ভেঙে উল্টে গেছে ব্রয়লার মুরগির খাদ্য বোঝাই বেপরোয়া গতির একটি পণ্যবাহী ট্রাক। তবে চালক ও হেলপারের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
 স্থানীয়রা জানান, গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মুরগীর খাদ্য বোঝাই দ্রুতগতির একটি বড় ট্রাক মহাসড়কের ডিভাইডার ভেঙে উল্টে যায়। এতে করে মহাসড়কের একপাশ প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকে। মহাসড়কের অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করে। আমরা ধারণা করছি, ট্রাক চালক চোখে ঘুম নিয়ে দ্রুতগতিতে ট্রাক চালাচ্ছিলেন, এ কারণেই এ দুর্ঘটনা ঘটে।
 দুর্ঘটনা কবলিত ট্রাকের সহকারী(হেলপার) মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, ঢাকার মাওনা থেকে মুরগীর খাবার(ফিড) নিয়ে গত শুক্রবার মধ্য রাতে রওনা দিয়ে চলে আসি। আমি ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ওস্তাদ গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ বিকট একটি শব্দ পেয়ে উঠে দেখি সড়কের উপর ট্রাকটি উল্টে গেছে। তবে আমার ও ওস্তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা মালামাল নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলাম।
 আহলাদীপুর হাইওয়ে থানার এসআই জুয়েল জানান, মুরগীর ফিড বোঝাই(যশোর-ট-১১-৪৭৬৯) সিরিয়ালের ট্রাকটি মহাসড়কের ডিভাইডার ভেঙে সড়কেই উল্টে পড়ে। ট্রাকটি উদ্ধার করে মালিকপক্ষ নিয়ে গেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com