রাজবাড়ীতে হলদে পাখি সদস্য সংগ্রহে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৬-০৮ ১৮:১৬:১৫

image

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ৮ই জুন দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের(ঢাকা অঞ্চল) আয়োজনে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন হলদে পাখি সদস্য সংগ্রহে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
 জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের যুগ্মসচিব ও বাংলাদেশ গার্ড গাইডস্ এসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আঞ্জুমান আরা বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি শামসুনাহার চৌধুরী বক্তব্য রাখেন।
 অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমি। এসময় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব ও বাংলাদেশ গার্ড লাইসস এসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা বলেন, আমার খুব ভালো লাগছে রাজবাড়ী এসে। রাজবাড়ী এইবার দিয়ে দুইবার আসলাম। গতবার থেকে এইবারের উপস্থিতি অনেকটা বেশি দেখতে পেয়েছি হলদে পাখিদের। সামনে আরো বেশি হবে সেই আশা রাখি, এজন্য সবাইকে নিয়মিত কাজ করতে হবে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এখন আমাদের এমন কোন খাত নেই যে উন্নয়নের ছোঁয়া পাইনি। যেখানেই আমরা যাচ্ছি না কেন, সেখানেই দেখা যাচ্ছে আমরা অনেক এগিয়ে গেছি। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে হাটছি। আমরা আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে  তুলতে চাই। শুধু শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই না। সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে এই কারিকুলাম এক্টিভিটিসকে অবশ্যই  আন্তরিক ভাবে গুরুত্ব দিতে হবে।  হৃদয়ে ধারণ করতে হবে এবং ধারণ করে বহন করে বাস্তবায়ন করতে হবে। শুধু আসবো যাবো তাহলে কিছুই করতে পারবো না। আমরা আগামী প্রজন্মকে বড় করতে চাই। সুস্থ ভাবে মানুষ করতে চাই। আমরা খুব সৌভাগ্যবান একটা জাতি। যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তিনি সারাটি জীবন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি গার্ল গাইডস্ এসোসিয়েশনকে স্বাবলম্বী করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।
 জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, গত দুই বছর থেকে গার্ল গাইড বা হলদে পাখির পারফরম্যান্স এখন অনেক দূরে এগিয়েছে এবং আমরা এখন একটা পর্যায়ে এসেছি। আগে আমরা একটু অসংগঠিত ছিলাম কিন্তু এখন আমরা কিছু সংগঠিত হয়েছি। আগের থেকে অনুষ্ঠানের অংশগ্রহণকারীর সংখ্যা অনেকটা বেড়েছে, হলদে পাখির দল বৃদ্ধি পাচ্ছে। আমরা চেষ্টা করছি গার্ল গাইড বা হলদে পাখি দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা স্কাউট বা রোভারদের নিয়েও বেশ কাজ করেছি সেই সাথে গার্ল গাইড বা হলদে পাখিদের নিয়েও কাজ করে যাচ্ছি। আমরা গার্ল গাইড বা হলদে পাখিদের যে কোন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি। জেলা স্কাউট, রোভার, গার্ল গাইড সবাই একে অপরের পরিপূরক। আমরা সবাইকে নিয়ে রাজবাড়ীকে এগিয়ে নিয়ে যেতে কাজ করব। আমরা মনে করি বিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী হয় স্কাউট করবে আর না হয় গার্ল গাইড করবে। এর মধ্য দিয়েই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা  নির্মাণ করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালে মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
 আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনে বিজয়ী গার্ল গাইড বা হলদে পাখিদেরকে মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com