রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৮ই জুন দুপুর সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাঁড়াল দক্ষিণপাড়া গ্রামে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মোঃ আকামুদ্দিন খানের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ জামিরুল ইসলাম(৪০) ও মোঃ সেকেন্দার আলী(৩৫) নামের ২জন বিক্রেতাকে গ্রেফতার করেছে।
ধৃত মোঃ জামিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র। এছাড়া ধৃত মোঃ সেকেন্দার আলী একই জেলা ও থানার গয়েশপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক (১)সহ সঙ্গীয় পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করে।
এ ব্যাপারে গত ৮ই জুন এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) বাদী হয়ে মাদক বিক্রেতা মোঃ জামিরুল ইসলাম ও মোঃ সেকেন্দার আলীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে।
এসআই মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আসামী মোঃ জামিরুল ইসলামের বিরুদ্ধে পৃথক ১টি মাদক মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, পাংশা মডেল থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) এরআগে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৬শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন মাদক বিক্রেতা, ২৪ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক বিক্রেতা ও ২ কেজি গাঁজাসহ ১জন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com