রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ৭নং ওয়ার্ডের নাবড়াদাহ-দড়িবাংলাট গ্রামে গত ১০ই জুন দিইগত রাতে সায়েম কাজীর বসত ঘর সংলগ্ন খড়ির ঘরে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করেছে। ঘটনার পর থেকে সায়েম কাজীর পরিবারের লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সায়েম কাজীর স্ত্রী সুলতানা খাতুনসহ প্রতিবেশীরা জানায়, রাত আনুমানিক ১১টা সাড়ে ১১টার দিকে শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে তারা খড়ির ঘরে আগুন দেখতে পায়। শোর চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে কলার গাছ কেটে আগুন লাগা খড়ির ঘরে ফেলে ও পানি দিয়ে আগুন নেভায়। আগুন নেভানোর ফলে আশেপাশের অনেক ঘরবাড়ী আগুনের ক্ষতি থেকে রক্ষা পায়।
সুলতানা খাতুন আরো জানায়, কিছুদিন আগে তার একটি হাঁসের গায়ে ঢিল ছুড়ে ক্ষতি করা নিয়ে গোলযোগ কশবামাজাইল ক্যাম্প পুলিশ ও গ্রামের মক্কেল মাতুব্বরদের সমন্বয়ে মীমাংশা হয়েছে। কিন্তু জায়গা জমি ও সামাজিক বিরোধের কারণে গ্রামে প্রায়ই গোলযোগ, মারামারি, বাড়ী ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটছে। এ নিয়ে উভয় পক্ষ পরস্পর বিরোধী লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসব নিয়ে সংশ্লিষ্ট পরিবারের লোকজনের মাঝে অশান্তি বিরাজ করছে। মামলার কারণে ভয়ে অনেক পরিবারের পুরুষ লোক রাতের বেলায় নিজ বাড়ীঘরে অবস্থান করতে পারছে না। আতঙ্কিত লোকজন অন্য স্থানে পালিয়ে রাতযাপন করছে। ভয়ে রাতে পালিয়ে থাকা পরিবারের মধ্যে সায়েম কাজীও একজন।
সমাজের একপক্ষের মক্কেল তরুন কাজী জানায়, গ্রামে সামাজিক দলাদলি আছে। তার প্রতিপক্ষের লোকজন দল ভারী করার জন্য গভীর ষড়যন্ত্র, হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি নিজে ও তার সমাজের অনেকে প্রতিপক্ষের লোকজনের গভীর ষড়যন্ত্রের শিকার বলে তিনি জানান। পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
গতকাল ১১ই জুন দুপুরে যোগাযোগ করা হলে কশমাবাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোজনের সহায়তায় সায়েম কাজীর একটি পরিত্যাক্ত খড়ির ঘরের আগুন নেভানো হয়। কিভাবে, কে বা কারা খড়ির ঘরে আগুন দেয় তা তদন্ত করা হচ্ছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে তিনি জানান। তবে, খড়ির ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধনের নেপথ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com