পাংশায় প্রমিলা কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৬-১৩ ১৫:২১:৩৮

image

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৩ই জুন পাংশা উপজেলাতে প্রমিলা কাবাডি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

পাংশা উপজেলা চারটি শিক্ষা প্রতিষ্ঠান হতে এই প্রতিযোগিতায় ৪৮জন বালিকা অংশগ্রহণ করেন। 

 রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কাচারীপাড়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সরিফুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারি শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, কাজী মাজেদ একাডেমীর সহকারি শিক্ষক মোঃ ফিরোজ হোসেন ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ করিম উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com