রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি বলেছেন, নিরাপদে ঘরমুখী মানুষের ঈদযাত্রার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ঈদ উপলক্ষে নিরাপদে যাত্রীদের বাড়িতে পৌছাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ৬৪টি ট্রেন ছেড়ে যায়। আজ দুই-একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এছাড়াও আমরা আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।
গতকাল ১৩ই জুন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ঘরমুখী যাত্রীদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। রেলপথ মন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আমরা গত বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। আমরা সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে চেষ্টা করছি।’
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com