রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আসন্ন মাছপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে ঘিরে মাছপাড়া বাজারসহ বিভিন্ন স্থানের চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, মাছপাড়া ইউপির ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। তার পদত্যাগের পর থেকেই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর পুত্র, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজা উদ্দিন(সুরুজ মৃধা), মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের পুত্র, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ ও স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২(বর্তমান রাজবাড়ী-২) আসনের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার নুরুল ইসলামের ছোট ভাই, তৎকালীন পাংশা থানা (অবিভক্ত পাংশা-কালুখালী) ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু।
এদের মধ্যে শুরুতে আলোচনায় ছিলেন খন্দকার তাজবীর হাসান সিসিল ও সুরুজ মৃধা। মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে তাদের নিয়মিত ক্যাম্পিং এবং সমর্থিত লোকজনকে সাথে নিয়ে প্রতিনিয়ত চা চক্র চলছে। ইতোপূর্বে সভা-সমাবেশ ও শোডাউন হয়েছে। বর্তমানে প্রার্থীর তালিকা দীর্ঘ হয়েছে। সবাই দোয়া চেয়ে পোস্টার বিলবোর্ড টাঙিয়েছেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো গত ১০ই জুন বিকালে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুত্র খন্দকার তাজবীর হাসান সিসিলের সমর্থনে বিশাল শোডাউন দেন। মাছপাড়া বাজারে মিছিল শেষে মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম খান, খন্দকার সেলিম হোসেন রোনো, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মিয়া চাঁদ প্রমূখ ওই পথসভায় বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রামানিক।
এদিকে সর্বশেষ খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মাছপাড়া বাজারসহ এলাকায় বিলবোর্ড টাঙিয়েছেন। তার নির্বাচনী মাঠে নামার বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর প্রার্থী হিসেবে খোন্দকার বিপু মাঠে থাকলে কার লাভ কার ক্ষতি এসব নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com