একদিন পরেই পবিত্র ঈদুল আযহা। শেষ মুহূর্তে জমে উঠেছে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স সংলগ্ন কোরবানীর পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ ও তীব্র গরমের মধ্যেই পশু বেচাকেনা চলছে হাটে।
গতকাল ১৫ই জুন এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা।
গোয়ালন্দের পশু হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে প্রতি সপ্তাহে বুধবার পশুর হাট বসে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শনিবার ও বুধবার বসছে। তবে হাটের দিন ভোর থেকে বিভিন্ন অঞ্চলের লোকেরা তাদের পশু নিয়ে আসতে শুরু করে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে পশুর সরবরাহ। হাটে বিভিন্ন জাতের গরুর পাশাপাশি আনসার ক্লাবের চত্বরে ছাগলও বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম একটু কম। তবে বিক্রেতাদের দাবী, গো-খাদ্যের দাম বাড়ার কারণে পশু পালনে খরচ বেড়েছে। ফলে হাটে যে দাম উঠছে, তাতে লোকসানের শঙ্কা করছেন তাঁরা।
গরু কিনতে আসা মিরাজ শিকদার জানান, হাটে গরুর সরবরাহ ভালো। তিনি কোরবানীর জন্য একটি গরু কিনতে এসেছেন এ হাটে। তবে বিগত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম। গরু বিক্রি করতে আসা ব্যাপারী ইয়াকুব শেখ জানান, তিনি ২টি গরু এনেছেন হাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত ১টি গরু বিক্রি করেছেন। তিনি বলেন, ‘বড় গরু থেকে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি।’ তবে দামটা এবার কম।
গোয়ালন্দ পশুর হাট ব্যবস্থাপনা কমিটির প্রধান মোঃ মতিন মিয়া বলেন, গত বুধবার ও শনিবার গোয়ালন্দ পশুর হাটে ১হাজারের বেশি পশু এসেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি এখানে ভলান্টিয়ার টিম রয়েছে। হাটে পশুর আমদানি খুব ভালো।
তিনি আরও বলেন, ‘হাটে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ভেটেরিনারি মেডিক্যাল টিম বসানো হয়েছে।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com