গোয়ালন্দে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ অর্থ দিয়ে রফাদফা!

আবুল হোসেন/মইনুল হক মৃধা || ২০২৪-০৬-২১ ১৬:২৪:১১

image

 গোয়ালন্দ উপজেলায় পঞ্চাশোর্ধ ব্যক্তি কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

 গত ১১ই জুন সকালে গোয়ালন্দ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 অভিযুক্ত ব্যক্তি গোয়ালন্দ বাজারের একজন ব্যবসায়ী। তিনি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে চেষ্টা চালাচ্ছেন। 

 পরিবার সূত্রে জানা গেছে, রফাদফার মাঝেই তিনদিন পর শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে পুলিশকে অবগত করে অধিকতর পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে। পুলিশ ভিকটিম ও তার পরিবারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে একটি অভিযোগ গ্রহণ করে। কিন্তু শেষ পর্যন্ত মামলা রেকর্ড, আসামী গ্রেফতার এমনকি সদর হাসপাতালে নিয়ে ভূক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। 

 ভূক্তভোগী স্কুল ছাত্রী ও তার পরিবারের সদস্যরা জানায়, ঘটনার দিন বাড়ির পাশের পাটক্ষেতের পাশ দিয়ে ওই ছাত্রী স্থানীয় এক পুকুরে কাপড়-চোপর ধুতে যায়। এ সময় সিরাজ খাঁ(৫৫) নামের এক ব্যক্তি সেখানে ঘাস কাটছিল। সে সুযোগ বুঝে শিশুটির গলার ঘাস কাটার কাঁচি ঠেকিয়ে পাট ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষন করে।

 গত ২০শে জুন সরেজমিন আলাপকালে শিশুটির মা জানান, তার মেয়ে অনেকটা এলোমেলো অবস্থায় বাড়ি ফিরে এলে আমি তাকে কি হয়েছে জানতে চাই। ভয়ে প্রথম দিকে কিছু না বললেও পরে সে সব জানায়। এরপর আমি বিষয়টি স্থানীয় কমিশনার, বাড়ির পাশের একজন গণ্যমান্য ব্যাক্তি ও তার ভাইকে জানাই। তারা বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করে। ওইদিন সন্ধ্যায় অপরাধী সিরাজের সাথে আমার দেখা হলে সে বিষয়টি চেপে গিয়ে ক্ষতিপূরণ বাবদ আমাকে ৫০ হাজার টাকা দিতে চায়। রাতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমাকে বুঝায় মামলা করলে মেয়েকে আর বিয়ে দিতে পারবে না। তার চেয়ে আমরা তোমার ক্ষতিপূরণ আদায় করে দেই। কিন্তু তারা সবাই আমার সাথে মূলত তালবাহানা করে সময় পার করে। এর মধ্যে তার মেয়ে অসুস্থ্য হয়ে পড়লে ঘটনার দুইদিন পর ১৩ই জুন সকাল ১০টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যান। সেখানে এক মহিলা ডাক্তার তার মেয়েকে পরীক্ষা করে রাজবাড়ী সদর হাসপাতালে যাওয়ার কথা বলে এবং থানার পুলিশকে খবর দেয়।

 পুলিশ এসে তাদেরকে হাসপাতাল হতে থানায় নিয়ে যায়। সেখানে ওসি, এলাকার কাউন্সিলর ও আরো অফিসার ছিল। ওসি তাদের কাছ থেকে ঘটনা শুনে একটি লিখিত অভিযোগও নেন। পরে বেলা ৩টার দিকে আমাদের ছেড়ে দিলে আমরা বাড়িতে চলে আসি।

 শিশুটির মা আরো জানায়, সন্ধ্যায় আসামী ধরতে এলাকায় পুলিশ গিয়েছিল। কিন্তু আমার ভাই, ওই কমিশনার ও এলাকার কয়েকজন আমাকে বোঝায়, ‘এ নিয়ে  থানা পুলিশ করলে মেয়েকে কখনো বিয়ে দিতে পারব না। লোকলজ্জায় মেয়েটাও আত্মহত্যা করে বসতে পারে। তাই আমরাই পুলিশকে ফিরে যেতে বলি।’

 থানায় অভিযোগ দেয়া শিশুটির বড় বোন জানান, আমরা লোকলজ্জার ভয় এবং ছোট বোনের ভবিষ্যৎ চিন্তা করে অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিলাম। কিন্তু সিরাজ ও তার লোকজন আমাদের সাথে ছলনা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, আমরা অভিযোগ পেয়ে আসামীকে গ্রেফতার করতে গিয়েছিলাম। কিন্তু ভিকটিমের পরিবার হতেই আমাদের বাঁধা দেয়া হয়। তারা মামলা রুজু করায় আগ্রহী নয়। শুনলাম তারা ৫লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করেছে। অভিযুক্ত সিরাজ ৭০ হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছে। তবে ভিকটিমের পরিবার চাইলে আমরা মামলা রুজু ও আসামী গ্রেফতার করব। 

 টাকা নিয়ে দেন-দরবারের বিষয়টি স্থানীয় কাউন্সিলর স্বীকার করেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com