রাজবাড়ীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৬-২২ ১৪:৫৮:১৮

image

 বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ২১শে জুন সন্ধ্যায় শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ অপূর্ব কুমার রায়ের সভাপতিতে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পারিজাত পাল, সাবেক সিভিল সার্জন ও রাজবাড়ী স্বাচিপের প্রতিষ্ঠাকালীন সদস্য ডাঃ নুরুল আমিন, স্বাচিপের প্রতিষ্ঠাকালীন সদস্য ডাঃ পূর্ণিমা দত্ত, ডাঃ কমল কুমার দাস, স্বাচিপের অন্যতম পৃষ্ঠপোষক ও স্থায়ী সদস্য কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন প্রমূখ দিক নির্দেশনা ও গঠনমূলক আলোচনা করেন।

 স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা স্বাচিপ ও বিএমএ এর  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 প্রায় ৪০জন চিকিৎসকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভার মূল এজেন্ডা ছিল পরিচিতি পর্ব, শোক প্রস্তাব উপস্থাপন, স্বাচিপ কমিটির রূপরেখা তৈরি, নতুন স্বাচিপ অফিস চালুকরণ, মেম্বারশিপ ড্রাইভ, বিএমএ নির্বাচন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বিবিধ। আলোচনা সভা শেষে সকলে নৈশভোজে অংশগ্রহণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com