লক্ষীকোল দিশারী সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ

মইনুল হক মৃধা || ২০২৪-০৬-২৫ ০৪:৩৮:১৮

image

রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল দিশারী সংঘ টি-১২ ক্রিকেট টুর্নামেন্টে গোয়ালন্দের দুরন্ত ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

 গত ২১শে জুন বিকেলে লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 ফাইনালে দুরন্ত ক্রিকেট একাদশ ও লক্ষীকোল দিশারী ক্লাব একে অপরের মুখোমুখি হয়। টসে জয়লাভ করে দুরন্ত ক্রিকেট একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। 

 ব্যাট করতে নেমে দিশারী ক্লাব নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রিকেট একাদশ ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। ব্যক্তিগত ৮৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রোমান।

 রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবিব পুরষ্কার বিতরণ করেন।

 গোয়ালন্দ দুরন্ত ক্রিকেট একাদশকে উৎসাহ দিতে মাঠে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী উপস্থিত ছিলেন।

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ২০ হাজার এবং রানার আপ দলের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com