রাজবাড়ী জেলার গোয়ালন্দে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৪শে জুন বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচীর উদ্বোধন করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
এ সময় দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দৌলতদিয়া মহিলা ইউপি সদস্য মোছাঃ চম্পা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের মোহাম্মদ হোসাইন বলেন, একটা গাছ একটা প্রাণ। গাছ মানুষের পরম বন্ধু। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই। তাই আজ প্রাথমিকভাবে দৌলতদিয়া মডেল হাই স্কুলে ফলদ গাছ লাগানো হলো। পর্যায় ক্রমে আরো ১৫টি স্কুলে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com