খানখানাপুরে আবারো দুই বাসের মুখোমুখি সংর্ঘষে ২০ জন আহত

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২৪-০৬-২৫ ০৪:৪২:৩১

image

রাজবাড়ী জেলার দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের চর খানখানাপুর নামক স্থানে গতকাল ২৪শে জুন দুপুরে আবারো দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় উভয় বাসের চালকসহ ২০জন আহত হয়েছে।

 জানা যায়, দুপুরে রাজবাড়ী থেকে ঢাকাগামী রাবেয়া পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে দর্শনাগামী ডিডি পরিবহনের ১টি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাবেয়া পরিবহনের ড্র্ইাভার আমজাদ, যাত্রী পদমদি গ্রামের আব্দুল মজিদ খানসহ ২০জন যাত্রী আহত হয়। 

 আহতদের গোয়ালন্দ, রাজবাড়ী সদর ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ সময় যানজট সৃষ্টিহয়।

 চরখানখানাপুর এলাকার স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন সীমা জানান, দুর্ঘটনার পর তিনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছানোর পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার ৪দিন পূর্বে একই স্থানে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ বাস ২টি আটক করেছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com