গোয়ালন্দ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসহ ডাকাত দলের ৫সদস্য গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৪-০৬-২৫ ০৪:৪৩:৪৭

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে আন্তঃজেলা ৫জন ডাকাত সদস্যকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 গ্রেফতারকৃত ডাকাতরা হলো- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর গ্রামে মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার দেওয়ান(৪২), জামাল মাদবরকান্দির আবুল কাশেমের ছেলে মঞ্জু মৃধা অরফে মন্টু(৪৫), মোনার দেউল গ্রামের মোসলেম পেদার ছেলে ছাব্বির ওরফে স্বপন(৫২), মাদারীপুর জেলা সদরের বালিরচর গ্রামের মোতালেব খাঁর ছেলে মোঃ কামাল খাঁ(৪২), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গুইতা কৃষ্ণনগর গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের ছেলে বিশ্বনাথ সরকার(৫৩)। 

 গতকাল ২৪শে জুন সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২শে জুন থেকে অভিযান চালানো হয়। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটি বাজার এলাকার এইচএম আলম টাওয়ারের নিচ তলায় নুপুর স্বর্ণবিতান নামের একটি দোকানে অভিযান চালিয়ে গোয়ালন্দে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ৬৮ হাজার টাকা ও ১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণাংলকার উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের সহায়তায় কোতয়ালী থানার তাঁতি বাজারের হুমায়রা মঞ্জিল ২৭ নম্বর রাখাল চন্দ্র বসাক লেনের মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোরে অভিযান চালিয়ে থেকে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

 তিনি আরো জানান, গ্রেফতার হওয়া আসামী আনোয়ার দেওয়ান এর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৯টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। মোঃ কামাল খাঁ এর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, ১টি অস্ত্র মামলা ও বিভিন্ন ধারায় ৫টি মামলা সহ ১১ টি মামলা চলমান রয়েছে। এছাড়া মঞ্জু মৃধা ওরফে মন্টু মৃধা এর বিরুদ্ধে ৭টি ডাকাতি মামলা, ছাব্বির ওরফে হাতকাটা ছাব্বির স্বপন এর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারধীন রয়েছে। আসামীরা গত রবিবার রাজবাড়ীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com