বালিয়াকান্দি উপজেলায় মাদক বিক্রেতাদের জায়গা হবে না-----অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার

তনু সিকদার সবুজ || ২০২৪-০৬-২৫ ১৭:০৬:৪১

image

 মাদক বিক্রেতাদের জায়গা বালিয়াকান্দিতে হবে না। মাদকের ভয়াবহতা অস্বীকার করার সুযোগ নাই। এটাকে প্রতিরোধ করতে হবে। যারা মাদকের টাকায় বিভিন্ন সম্পত্তি করছেন তাদের সম্পত্তি জব্দের ব্যবস্থা আমরা করবো। 

 গতকাল ২৫শে জুন বিকালে বালিয়াকান্দি থানার আয়োজনে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার।

 তিনি আরো বলেন, মাদক বিক্রেতাদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। মাদকের সাথে যারা জড়িত হবে তাদের ছাড় দেওয়া হবে না। মাদকের টাকা অন্য কোথাও লাগানোর চেষ্টাকারীদের বিষয়েও আমরা পদক্ষেপ নেবো। 

 অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সমাজের অনেক অপ্রাপ্ত ছেলে-মেয়ে সহ বাড়ি থেকে চলে যায় অন্য কারও সাথে। বাবা-মায়েদের প্রতি অনুরোধ থাকবে, আপনার সন্তান ইন্টারনেটর মধ্যে কার সাথে চ্যাট করে, কথা বলে সেগুলো খেয়াল রাখবেন। একটি নির্দিষ্ট বয়স ছাড়া সন্তানদের হাতে মোবাইল দেবেন না।

 মুকিত সরকার আরো বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেগুলো লক্ষ্য রাখুন। মাদকের প্রথম ধাপ সিগারেট, তারপরেই ধীরে ধীরে মাদকের প্রবণতা দেখা যায়। গাঁজা, ইয়াবা, হেরোইন সহ নানান মাদকের সাথে জড়িত হয়ে যায়।

 বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বালিয়াকান্দি থানার এস.আই রাজিবুল ইসলাম রাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ শাহীন।

 এ সময় অন্যান্যদের মধ্যে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বিশ্বাস আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, সিরাজুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, ইউপি সদস্য আকরাম খান ও আলমগীর মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডের সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com