রাসেলস ভাইপার সাপের কামড় থেকে রক্ষার্থে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন বিকালে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী উজানচর ইউনিয়নের মজলিশপুর চরাঞ্চলের ১০০ জন কৃষকের হাতে গামবুট তুলে দেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. খোকন উজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম ও ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com