গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ‘হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৯শে জুন বিকালে দৌলতদিয়া ৮নং ওয়ার্ডের যদু ফকির পাড়ার স্থানীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে সোহান স্মৃতি সংঘ ৪-১ গোলে আদদ্বীন-আয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলের পক্ষে ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক সুজন, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের পিয়াস, ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক তৌফিক।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মোঃ সেলিম শেখ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, মোঃ আব্দুল লতিফ মন্ডল, স্বাস্থ্য সহকারি মোঃ শামছুদ্দিন আহম্মেদ, সমাজসেবক মোঃ সামাদ মোল্লা, মোঃ মোনা মোল্লা, স্কুল শিক্ষক মোঃ জয়নাল মোল্লা, সমাজসেবক মোঃ কাইয়ুম মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সমাজসেবক মোঃ ইউসুফ শেখ, মোঃ সামচু শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলাটি পরিচালনার দায়িত্বে পালন করেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মোল্লা, সদস্য আলতাব মাহমুদ ও মজিবর শেখ।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এল.ই.ডি টেলিভিশন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন। এর আগে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ হতে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com