রামকান্তপুরে অগ্নিকান্ডে নিঃস্ব পরিবারের পাশে ইউএনও

মাহফুজুর রহমান || ২০২৪-০৭-০১ ১৬:০০:১১

image

এখন শেষ হয়নি বাড়ীতে ছোট মেয়ে রিয়ার বিয়ের আমেজ। বাড়ী থেকে মেয়েকে বিদায় জানানোর একদিন পরই হঠাৎ করেই বসত ঘরের দাউ দাউ করে আগুন জ্বলে মুহুর্তে ছড়িয়ে পড়লো পুরো ঘরে। চোখের সামনেই পড়ে ছাই হয়ে যায় দিন মুজুর মোঃ ইসমাইল কাজী(৪৫) ও জুট মিল শ্রমিক পারভীন আক্তার(৩৮) দম্পত্তির শখের বসত বাড়িটি। সবকিছু হারিয়ে নিঃস্ব পরিবারটি কাটাচ্ছিলেন মানবতের জীবনযাপন।

 গত ৩০শে জুন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুনপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। 

 অগ্নিকান্ডে চারচালা বসত ঘর, ঘরে রাখা টিভি, ফ্রিজ, কাঠের আসবাবপত্র, নগদ অর্থসহ ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

 অগ্নিকান্ডে নিঃস্ব ও অসহায় হয়ে যাওয়া পরিবারটির পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িছেন রাজবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম। গতকাল ১লা জুলাই বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন এবং ওই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

 এ সময় ওই পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ প্যাকেট হলুদ গুড়া, ১ প্যাকেট মরিচ গুড়া ও ১ প্যাকেট ধনিয়া গুড়া ও দুইটি শীতবস্ত্র(কম্বল) তুলে দেন ওই পরিবারটির হাতে।

 পরিদর্শনকালে রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী(ইজিপিপি প্রকল্প) বিজয় কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।

 অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোঃ ইসমাইল কাজী বলেন, আমি একজন রাজমিস্ত্রী শ্রমিক। আমার স্ত্রী পারভীন আক্তার  রাজবাড়ী জুট মিলের একজন শ্রমিক। আমি আমার পরিবারের পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা থেকে ইউএনও স্যার চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য নিয়ে বাড়িতে আইছে। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 ঘটনাস্থল পরিদর্শনকালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে মানবিক সহায়তা ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত ওই পরিবারের ঘর নির্মাণে সর্বাত্মক কাজ করা হবে। যাতে করে অন্তত তাঁদের মাথার গুজার ঠাঁই হয়।

 উল্লেখ্য, অগ্নিকান্ডের এ ঘটনার প্রেক্ষিতে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুনপাড়া গ্রামের মোঃ ইসমাইল কাজীর স্ত্রী পারভীন আক্তার(৩৮) গত ১লা জুলাই রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com