দেশে জুনে প্রবাসী আয় বেড়েছে ১৫.৫৯ শতাংশ

বিশেষ প্রতিনিধি || ২০২৪-০৭-০১ ১৬:০২:৩৪

image

বিগত ২০২৩-২০২৪ অর্থ বছরের শেষ মাসে অর্থাৎ জুনে প্রবাসীরা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি আয় দেশে পাঠিয়েছেন। জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

 গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিলো ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

 ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।

 বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোর ফলে জুনে প্রবাসী আয় বেড়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com