রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন গত ২রা জুলাই কালুখালীর মোতালেব ওরফে তালেব হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।
রায়ে আরেকটি ধারায় ৭বছরের সশ্রম কারাদন্ড ও ৩হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়াও মামলায় ২জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলো- কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মৃত নেপাল বিশ্বাসের ছেলে নরেশ বিশ্বাস, হাটবাড়ীয়া গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, নিখিল বিশ্বাসের ছেলে বলরাম ওরফে বলাই বিশ্বাস, মৃত কুমারেশ মন্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল।
এদের মধ্যে বলরাম ওরফে বলাই বিশ্বাস ও সঞ্জিত মন্ডল পলাতক। আসামী অনুপ বিশ্বাস ও শুভ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে আদালত।
জানা গেছে, ২০১৮ সালের ২৮শে এপ্রিল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই নদী থেকে মোতালেব ওরফে তালেবের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মোঃ রমজান আলী শেখ বাদী হয়ে ওই দিনই কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ উজির আলী শেখ বলেন, মামলায় ৪জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আরেক ধারায় আসামীদের ৭বছরের সশ্রম কারাদন্ডসহ ৩হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩মাসের কারাদন্ড দেওয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com