বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজবাড়ীতে জেলা বিএনপির সমাবেশ

সুজন কুমার বিষ্ণু/রফিকুল ইসলাম || ২০২৪-০৭-০৩ ১৫:০৭:৪০

image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল ৩রা জুলাই বিকেলে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য ড. সুকোমল বড়ুয়া ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখেন। 

 রাজবাড়ী জেলা বিএনপি আহবায়ক এডঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বজলুর রহমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপি সভাপতি লুৎফর রহমান খান, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু ও জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তব্য রাখেন। 

 সমাবেশ সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু। সমাবেশে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য ড. সুকোমল বড়ুয়া বলেন, আমি এই প্রথম রাজবাড়ীতে এসেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মীদের ও বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীদের। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এজন্য মানুষ তাকে ভালোবাসে। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যু শয্যায়। যেকোন সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। যেকোনো সময় তার জীবনহানি হতে পারে। কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। বড় বড় অপরাধের মামলার জামিন হয়, কিন্তু খালেদা জিয়ার মামলার জামিন হয় না। তার অপরাধ তিনি জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে গণতন্ত্রের মা বলে এটাও তার বড় অপরাধ। তার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়ার মুক্তি দরকার। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com