বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে যুবলীগ।
গতকাল ৩রা জুলাই দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা যুবলীগের আয়োজনে কর্মী সভায় সম্মানিত অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোঃ শহীদুল হক চৌধুরী রাসেল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করে শুরু হয় আলোচনা সভা।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান খান শামীম, রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, রাজবাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ হিরু, বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজা মোল্লা, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী ও সমাজকল্যাণ সম্পাদক কামরুল হাসান কামরুল শুভেচ্ছা বক্তব্য রাখেন। কর্মী সভা সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক জি এস এডঃ আশরাফুল ইসলাম আশা।
সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোঃ শহীদুল হক চৌধুরী রাসেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মীরা অনেক শক্তিশালী। এই সংগঠনের কর্মীরা আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সুসংগঠিত। সংগঠন থেকে যাদের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে এটা রাজনৈতিক আমানত। নেতৃত্বটা শুধুমাত্র শো করার জন্য নয়। নেতৃত্ব পেয়েছি বলে গায়ে বাতাস নিয়ে ঘুরলে চলবে না। রাজনৈতিক প্লাটফর্মে থাকলে পরিচিতি ও সম্মান দুটোই বাড়ে। রাজনৈতিক প্লাটফর্ম টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক ব্যক্তিকেও অনেক দায়িত্ব পালন করতে হয়। আমরা যার যার জায়গা থেকে সবাই নেতা। প্রত্যেকের নেতৃত্বের জায়গা থেকে দায়বদ্ধতা থাকতে হবে। আমরা যারা সদস্য সংগ্রহ করবো তারা অতি সতর্কতা অবলম্বন করবো। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আজ দেশের প্রায় ১৮ কোটি মানুষই আওয়ামী লীগ হয়ে গেছে। বিরোধী দল লোক খুঁজেই পায় না। অথচ আমরা ১৮ কোটি মানুষ আওয়ামী লীগ হওয়ার পরেও নির্বাচনের মাঠে ভোটার খুঁজে পাই না। আমাদেরকে কর্মী বান্ধব কর্মী সৃষ্টি করতে হবে। যারা কাজ করে তাদেরকে পদে আনতে হবে।
তিনি আরও বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। মাননীয় নেত্রী বার বার বলেন তৃণমূলের কর্মীরা তাদের ইমান বিক্রি করে না। তৃণমূল থেকে যারা রাজনীতি করে আসছে তাদেরকে অগ্রঅধিকার দিতে হবে। যারা ফরম সংগ্রহ করবেন তাদের পরিবারের রাজনীতি এবং তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। সমাজের ঘৃণিত কোন ব্যক্তিদের নেওয়া যাবে না। বিএনপি-জামায়াতের কোন সদস্যকে দলে আনলে দল ভারি হবে। কিন্তু কোন কাজে আসবে না আরো ক্ষতি হবে। যে ছাত্রলীগ করে আসছে তাদের যুবলীগে অগ্রঅধিকার দিতে হবে। যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। এখানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, জমি দখলকারী, অস্ত্রধারী, সন্ত্রাসীদের কোন জায়গা দেওয়া যাবে না।
কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ফরম সংগ্রহ করেন জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল ও রাজবাড়ী সদর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com