রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙনও বেড়েছে। সেই সাথে নদীতে স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়া ফেরী ও লঞ্চঘাট এলাকায় ভাঙন আতংক দেখা দিয়েছে।
ইতিমধ্যে ৬ ও ৭ নং ফেরী ঘাটের অনেকটা এলাকা পদ্মা নদীতে বিলীন হয়েছে। নদীতে চলে গেছে কয়েকটি বসতবাড়ী ও দোকানপাট।
বিআইডব্লিউটিএ প্রাথমিকভাবে কিছু বালুর জিও ব্যাগ ফেললেও তা অপ্রতুল। এমতাবস্থায় বসতবাড়ি, ফসলি জমি ও দোকানপাট, স্কুল ও ফেরী ঘাটমুখী পাকা সড়ক ভাঙন ঝুঁকিতে রয়েছে।
গতকাল ৪ঠা জুলাই বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরী ঘাটের মাঝামাঝি অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সেখানে বসবাসরত পরিবারগুলো তাদের ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
৬ নম্বর ঘাট দিয়ে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া বলেন, এখান দিয়ে স্কুলে যাওয়ার সময় অনেক ভয় লাগে। কখন যে বড় চাপ নিয়ে নদীতে পড়ে যাই। আমরা ভাঙন থেকে রক্ষা পেতে চাই।
স্থানীয় বাসিন্দা হাবিব শেখ বলেন, আর কত বলবো নদী শাসনের কথা, আমাগের মতো গরিব মানুষের কথা কিডা শুনে, সব যার যার কাজ নিয়ে ব্যস্ত। সরকার আমাগেরে দিকে তাকাইলো না। আমরা কিছু চাইনা, শুধু নদী শাসন চাই। আমাগেরে চাল, ডাল কিছুই লাগবো না।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, আমরা ছোট সময় থেকে দেখে আসছি দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের তিন ভাগের একভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গোয়ালন্দের মানচিত্র থেকে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের ৮টি মৌজা এখন নেই। আমরা বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষকে বললেও কোন কাজ হয়নি। প্রতিদিন অসহায় মানুষের কান্না কাটি, আহাজারি, ঘর সরানো এগুলো দেখতে আর ভালো লাগেনা। এতো বলার পরও নদী শাসন হলোনা। এ অসহায় মানুষের দায়ভার কে নিবে? আমি জনগণের পক্ষ থেকে আবারও বলছি নদী শাসনের যে ব্যবস্থা সেটা যেন অতিসত্বর করা হয়, তাহলে দৌলতদিয়া ঘাট বেঁচে যাবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন বলেন, দৌলতদিয়ায় ৭টির মধ্যে ৩, ৪, ৬ ও ৭ নম্বর ঘাট সচল রয়েছে। বাকি ১, ২ ও ৫ নম্বর ঘাট কয়েক বছর ধরে ভাঙনের কারণে বন্ধ রয়েছে। এবার যে ভাঙন শুরু হয়েছে, এতে সব কটি ফেরী ঘাট ভাঙ্গনের ঝুঁকিতে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভাঙ্গনের খবর শুনে গতকাল ৪ঠা জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ৬ নম্বর ঘাটে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় তিনি ভাঙন স্থানগুলো পরিদর্শন করেন।
ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, পদ্মায় পানি বাড়ার কারণেই এতো ভাঙন দেখা দিয়েছি। আমি এখনি কর্তৃপক্ষ জানাচ্ছি। আপাতত ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলতে হবে। তাছাড়া এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com