ভোক্তা অধিপ্তরের অভিযানে পাংশার ভেজাল গুড়ের কারবারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-১৬ ১৪:০৬:৫৭

image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার একজন ভেজাল গুড়ের কারবারীকে ১৫হাজার টাকা জরিমানা এবং ২ হাজার ২২০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। 

  গত ১৫ই অক্টোবর র‌্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

  এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানকালে নষ্ট, পুরাতন গুড়, কাঠে ব্যবহৃত রং ও চিনি মিশিয়ে তৈরী করা ২হাজার ২২০ কেজি ভেজাল গুড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। তবে কারখানাটির মালিক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মানবিক কারণে তাকে মাত্র ১৫হাজার টাকা জরিমানা করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com