ক্রেডিট কার্ডের ঋণ খেলাপীর দায়ে আজাদের মনোনয়নপত্র বাতিল

মোক্তার হোসেন || ২০২৪-০৭-০৫ ১৫:০৩:৫৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে গতকাল ৫ই জুলাই বিকালে মনোনয়নপত্র বাছাইকালে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে কার্ড ডিভিশন ক্রেডিট কার্ডে ঋণ গ্রহীতা হিসেবে ঋণ খেলাপীর দায়ে রিটার্নিং অফিসার সাইফুদ্দীন প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

 রিটার্নিং অফিসার সাইফুদ্দীন জানান, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাছাইকালে দেখা যায়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০ বাংলাদেশ কর্তৃক ঋণ খেলাপী সংক্রান্ত তথ্য সূত্র নং-সিআইবি ৫(১)/২০২৪ আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে কার্ড ডিভিশন ক্রেডিট কার্ডে ঋণ গ্রহীতা হিসেবে ঋণ খেলাপী হিসেবে ঘোষণা করেন।

 এমতাবস্থায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২৬(২) এর(জ) প্রতিপালিত না হওয়ায় আবুল কালাম আজাদের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। এর বিরুদ্ধে তার আপীল করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

 এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ক্রেডিট কার্ডে ঋণের বিষয়টি তার স্মরণ ছিল না। মনোনয়নপত্র বৈধ হিসেবে ফিরে পাওয়ার ক্ষেত্রে আপীল কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান। তার সমর্থিত ভোটারদের হতাশ না হতে তিনি পরামর্শ প্রদান করেন।

 পাংশা উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাইকালে খন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু, খন্দকার তাজবীর হাসান সিসিল, মোঃ ছরোয়ার হোসেন ও মোহাম্মদ সুজা উদ্দিন মৃধার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইকালে সকল প্রার্থী উপস্থিত ছিলেন। এর আগে গত ৪ঠা জুলাই উপ-নির্বাচনের ৫জন চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

 উল্লেখ্য, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। তিনি ৫ বার মাছপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের সময় তিনি মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। আগামী ২৭শে জুলাই উপ-নির্বাচনের ভোট গ্রহণ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com