বয়রাট হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করলো কয়েক হাজার মানুষ

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৭-০৬ ১৫:৪৯:৪১

image

 পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট হাইস্কুল ফুটবল মাঠে গতকাল ৬ই জুলাই স্থানীয় গরু ব্যবসায়ী ফুটবল একাদশ বনাম পাওয়ার ট্রিলার চালক ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে জয়লাভ করে গরু ব্যবসায়ী ফুটবল একাদশ।

 প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর বর মুনা বিশ্বাস। 

 এ সময় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাজেদুর রহমান ডাবলু, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীলীগ, যুবলীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। 

 এ ম্যাচে খেলায় ৫০ বছর বয়সের উর্দ্ধে খেলোয়াড়ও খেলতে নেমে ছিলেন। খেলা পরিচালনা করেন বয়রাট মাজাইল সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক নয়ন। কয়েক হাজার দর্শক এ খেলাটি উপভোগ করেন।

 ম্যাচ শেষে খাসি জবাই করে ভূড়িভোজ করে উভয় দলের খেলোয়াড়রা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com