রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় গত এক সপ্তাহে পদ্মা নদীর ভাঙনে প্রায় ৫০ মিটারের উপরে বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নিজেদের অর্থ দিয়ে বালু ভর্তি বস্তা ফেলছে স্থানীয়রা। এ কাজে অংশ নিয়েছেন ভাঙন কবলিত ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুরাও।
গতকাল ৬ই জুলাই বেলা ১১টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ায় এমন দৃশ্য দেখা গেছে। ভাঙন রোধে সরকারী লোকজন কোন ব্যবস্থা না নেওয়ায় এমন উদ্যোগ নিয়েছেন তারা।
দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার ষাটোর্ধ্ব মোঃ ছিদ্দিক পাল বলেন, ভাঙন রোধে সরকারী লোকজন কোন তো কোনো ব্যবস্থাই নিলোই না, এহন আমরা নিজেরাই বালু ও প্লাষ্টিকের বস্তা কিনে তাতে বালু ভরে ভাঙন স্থানে ফেলতেছি। মনের শান্তি মেটাতেই এ কাজ করছি। তাছাড়া তো আমাগেরে আর কোন উপায় নাই।
তিনি আরও বলেন, ভাঙন ঠেকাতে আমরা বস্তা ফেলেতেছি না, খালি নদীর ঢেউ যেন একটু কম লাগে সেজন্য আমরা ভাঙন কবলিত স্থানে এলাকাবাসীরা মিলে আপাতত আড়াই'শ বস্তা ফেলছি। আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি।
সরেজমিনে ৬ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, ভাঙন কবলিত ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুরা বালু মাথায় করে নিয়ে নদীর পাশে প্লাষ্টিকের পাতলা বস্তায় ভরছে। এসময় তারা বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় ৬ নম্বর ঘাটের মুদি দোকানদার বারেক মৃধা বলেন, গত এক সপ্তাহে প্রায় ৫০ মিটারের উপরে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারী কর্মকর্তারা যদি আগেই কিছু জিও ব্যাগ ফেলতো তাহলে আজ আমার দোকানডা ভাঙনের কবলে পড়তো না। সব আমাদের কপাল, কি আর বলবো। এজন্য নিজেরাই টাকা দিয়ে পাতলা বস্তায় বালু ভরে ফেলতেছি।
ভুক্তভোগী সরোয়ার হোসেন মোল্লা বলেন, চেয়ারম্যান, মেম্বারা শুধু ভোটের সময় এসে প্রতিশ্রুতি দেয়। আর কোন খবর থাহেনা। এবার ভাঙন দেহার জন সবাই আসতেছে কিন্তু কোন পদক্ষেপ নাই।
ভুক্তভোগী আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের ৫ সদস্য নিয়ে সুখেই ছিলাম। কিন্তু নদী আমার স্বপ্ন নিয়ে গেছে। সরকার শুকনো সময় কুনু বস্তা ফেলেনা, বন্যা আসলি সব ভেঙে গাঙ্গে নিয়ে যায়। আমার ঘর পর্যন্ত ভাঙ্গা চলি আইছে। এহন কই যাই, কি করমু চিন্তায় পড়ছি।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, দৌলতদিয়ায় যে ৭টি ঘাট রয়েছে তার আশেপাশে ভাঙন দেখা দিলে সেটা আমরা জিওব্যাগ দিয়ে রক্ষা করতে চেষ্টা করি। তাছাড়া প্রতিবছর ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করে থাকে। ঘাট রক্ষায় যে কাজগুলো লাগবে সেটাই বিআইডব্লিউটিএ করে থাকে। আমরা আজ ঘাটে ভাঙন কবলিত স্থান দেখতে এসেছি। ঘাট রক্ষার জন্য কিছু করতে হলে আমরা করবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ৬ নম্বর ঘাটের সাত্তার মেম্বার পাড়ায় যে ভাঙন দেখা দিয়েছে সেটার ব্যাপারে আমি ইতিমধ্যে জেলা প্রশাসককে জানিয়েছি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমিনকে কয়েকবার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com