সন্ত্রাসী হামলায় আহত দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ সুস্থ হয়ে যোগদিলেন কর্মযজ্ঞে

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৭-০৭ ১৫:৫৮:৪৭

image

সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে গতকাল ৭ই জুলাই কর্মযজ্ঞ শুরু করেছেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ।

 ২১দিন অনুপস্থিত থাকার পর গতকাল রবিবার সকালে তিনি দাদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সচিব গোলাম মোস্তফাসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান।

 উল্লেখ্য, গত ১৮ই জুন রাতে সিংগা বাজারে নিজ বাড়ীর সামনে ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ১৮জনের নাম উল্লেখ করে রাজবাড়ী থানায় মামলা করেন তার পিতা আব্দুল কুদ্দুস শেখ। 

 ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ বলেন, সন্ত্রাসীরা আমার পেটে ও পায়ে মোট ৩টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। আমার পেটে এক স্থানে ১২টি ও অপর স্থানে ৫টি সেলাই লেগেছে। আল্লাহর রহমতে আমি জীবিত রয়েছি। আমার পরিবারের অন্যান্য সদস্যদেরও পেটে জখম করে সন্ত্রাসীরা।

 ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আমার ও পরিবারের সদস্যদের প্রাণনাশের ঘটনায় মামলা করা হলেও পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করেনি। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ ঘটনার সুষ্ঠ বিচার ও আসামীদের গ্রেফতারের দাবী জানান। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com