রাজবাড়ীতে ৬৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ

মীর সামসুজ্জামান || ২০২৪-০৭-০৭ ১৬:০০:১৮

image

রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল হতে অনুদান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারের মাঝে ঘর-বাড়ী মেরামত ও পুনঃনির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ১বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 গতকাল ৭ই জুলাই সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী ক্ষতিগ্রস্ত এসব মানুষের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন।

 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সংসদ সদস্যের সহধর্মিনীর ভাই সেলিম সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন নাহার মিতা ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রব শেখ প্রমুখ বক্তব্য দেন।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার মাহমুদ।

 উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেড(ইউডিএফ) মোঃ নাজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু, মূলঘর ইউনিয়ন পরিষদের শেখ মোঃ ওহিদুজ্জামান, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, খানগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের অসহায় মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আজ ৩হাজার টাকার চেক ও ১বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়াও আমার ঐচ্ছিক তহবিল থেকে ৪৯ জন মানুষের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি মানুষকে স্মার্ট হতে হবে। মানুষ স্মার্ট হলে দেশও স্মার্ট হবে। তাহলে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশের পৌঁছাতে পারবো।

 উল্লেখ্য, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬৩ জন ও এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ৪৯ জনের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com