গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৭-০৮ ১৫:২১:৩৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গতকাল ৮ই জুলাই দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে বন্যা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 সভায় জানানো হয়, গোয়ালন্দে বন্যা দুর্গতদের জন্য চার ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ৮টি আশ্রয় কেন্দ্র, নৌকা, মোমবাতি, স্যালাইন প্রস্তত রাখা হয়েছে। এছাড়া বন্যা হলে শুকনা খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com